আপনার ঘর বাড়ি কে চুরের হাত থেকে সুরক্ষিত রাখতে সি সি ক্যামেরা ব্যবহার করে থাকেন, সেই ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় বা নষ্ট থাকে তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ কারিগর দ্বারা আপনার ক্যামেরা মেরামত করে দিবে আপনার বাসায় গিয়ে। এবং যদি নতুন সি সি ক্যামেরা আপনার বাড়িতে লাগাতে চান তাহলে সুন্দর ভাবে সেটাপ করে দিয়ে আসবে আপনার বাসায় গিয়ে বা দোকানে , যেকোনো কোথাও, অফিসে, সুরুমে। খরচ: আলোচনা সাপেক্ষে/ আপনার কাজ অনুযায়ী।
Shofiq: আমার সি সি ক্যামেরা অনেকদিন ধরে নষ্ট ছিল। ঘর সেবার কর্মীদিয়ে আমার সি সি ক্যামেরা টা মেরামত করিয়ে নিছি। অনেক সুন্দর ভাবে আমার সি সি ক্যামেরা টা মেরামত করে দিছে। অনেক কম মূল্যে আমার কাজ টি করেছি।
Worker ID: 144Md Saddam: আলহামদুলিল্লাহ আপনাদের সেবাই আমি খুবই সন্তুষ্ট । অর্ডার করার ৭২ ঘন্টার মধ্যে আমার কাজ সম্পূর্ণ হয়েছে । আমার ৪টা ক্যামেরা খুব নিখুত ভাবে বসানো হয়েছে এবং সব কিছু সেটআপ করে আমাকে ভাল ভাবে বুঝিয়ে দেয়া হয়েছে । আমি আপনাদের সার্ভিসে এতটা আশা করিনি।আশা করি আপনাদের আগামী দিন গুলোতে আরো মানুষ এভাবেই হাতের নাগালে সার্ভিস পেয়ে যাবে।শুভ কামনা।
Worker ID: 144