আমাদের কাছ থেকে যে কারণে সেবা নিবেন। প্রায় ৪বছর বা তার আরো অধিক অভিজ্ঞতা সহ মিস্ত্রীদের মাধ্যমে সেবা দিয়ে থাকি । উচ্চ মানের সরঞ্জাম এর মাধ্যমে অর্থাৎ সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে থাকি ফলে সুরক্ষা হয় সর্বোত্তম। প্রতিটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কোয়ালিটি চেক করে নিশ্চিত করে নিশ্চিত করি। সর্বনিম্ন মূলে সর্বোচ্চ সেবা প্রদান করি। আমাদের সেবা: নতুন ওয়ারিং সেটআপ, পুরাতন ওয়ারিং পরিবর্তন ও মেরামত, সুরক্ষা নিশ্চিত করন ও আধুনিক বিদ্যুৎ সরঞ্জাম সেটআপ ইত্যাদি। আমাদের সাইট থেকে অর্ডার এর মাধ্যমে আপনার ঘর বা অফিসের ওয়ারিং সেবা নিতে পারেন। আমরা সর্বদা আপনার পাশে থাকি সর্বোচ্চ সেবা প্রদানের জন্য। খরচ : প্রতি মিস্ত্রীর ৮ ঘন্টা শ্রমের মূল্য ৭০০ টাকা । যদি ঘর বড় হয়ে থাকে তবে নিতে পারেন দুই বা তার বেশি কর্মী, কাজ হবে দ্রুত, সময় বাঁচাবে আপনার। প্রয়োজনে আজই অর্ডার করুন, এবং সর্বোচ্চ সেবা উপভোগ করুন। ধন্যবাদ।
Tanbir: আমি ঘরে বসে কোথাও না গিয়ে কাজ করিয়েছি সব সম্বব হয়েছে ঘরসেবার app এর জন্য।
Worker ID: 119Saddam: এই ঘরসেবার কাজে আমি অনেক সন্তুষ্ট আমার বাসার এয়েরিং করিয়েছি অনেক ভালো কাজ করে এরা। এই রকম একটা সার্ভিস দিলো তারা আমার অনেক ভালো লাগলো
Worker ID: 105Fatema: ঘরসেবা কোম্পানির কাজ গুলো অনেক ভালো এবং নিখুত কাজ করে। এদের ইলেকট্রেশিয়ান আস্থা সম্পূর্ণ কারিগর।
Worker ID: 105Aatikul: আমার বাড়িতে ওয়েরিং করায় ছিল আগের আমাদের বাজারের মিস্ত্রি দিয়ে। কিন্ত আমার রোমের ওয়েরিং কেন আমার সাথে ম্যাচ হচ্ছিল না। পরে ঘরসেবা কোম্পানির সাথে যোগাযোগ করি। তারা লোক পাঠায় পরে আমাকে সাথে নিয়ে প্লেন করে কাজ করে এখন অনেক জক মকে আমার রুম। আপনার এখানে কাজ করাতে পারেন এরার কাজ অনের ভালো।
Worker ID: 105