এস এস স্টিল এর বিভিন্ন ধরনের কাজ, যেমন বাড়ির গেইট, বিল্ডিং এর জানালা, বারান্দার কাজ, সিঁড়িতে এস এস স্টিলের রেলিং, বিল্ডিং এর ছাদের বাউন্ডারি রেলিং, এস এস স্টিল এর ডিজাইন করা দরজা, এস এস স্টিল এর লকার বক্স ইত্যাদি সুদক্ষ কারিগর দ্বারা এইসব কাজ করানো হয়। আপনি চাইলে এখনই আপনার ঘরের এস এস স্টিল এর ডিজাইন করা কাজ কিরিয়ে নিতে পারেন ঘর সেবা কোম্পানির মাধ্যমে। খরচ: আপনার কাজের উপর নির্ভশীল/ আলোচনা সাপেক্ষে।
Aatikul: নতুন বাড়ির বারান্দায় এস এস স্টিল দিয়ে নকশা করানোর জন্য ভালো কোনো মিস্ত্রি খুঁজে পাচ্ছি না। আপনাদের ঘর সেবার মিস্তিরি দিয়ে আমার কাজটি করিয়ে অনেক উপকার পেয়েছি। আমার অন্য যেকোনো কাজে দরকার হলে আপনাদের দিয়ে কাজ করিয়ে নিবো। আপনাদের কাজ আমার কাছে ভালো লেগেছে।
Worker ID: 98