আপনাদের বিল্ডিং নির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে একজন সুদক্ষ রাজমিস্ত্রী। কিন্তু আপনারা রাজমিস্ত্রী পান ঠিকই বাড়ি ঘর নির্মাণ করেনও ঠিক, কিন্তু মন মতো বা সঠিকভাবে কাজ বুঝে পান না। আমাদের ঘর সেবা কোম্পানিতে অভিজ্ঞতা প্রাপ্ত সুদক্ষ রাজমিস্ত্রী দিয়ে থাকি। আপনার কাজ টা সঠিক নিয়মে হচ্ছে কিনা আমাদের কে জানানোর সুযোগ পাচ্ছেন। স্বল্প টাকাই সুদক্ষ রাজমিস্ত্রী এখন আপনাদের হাতের মুঠোয় নিয়ে এলো ঘর সেবা কোম্পানি। তাই এখনই আপনার বিল্ডিং এর যেকোনো রিপিয়ারিং কাজ৷ বা নতুন বিল্ডিং নির্মাণ, প্লাসটার করা, বারান্দা করা, বাথরুম করা ইত্যাদি করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। খরচ: প্রতিদিন হিসেবে বা আলোচনা সাপেক্ষে।
Helal: আমি একটি একতলা বাড়ি নির্মণ করেছি ঘর সেবা প্রতিষ্ঠান থেকে রাজমিস্ত্রী দিয়ে। আমার বাড়িটি ওরা নিজের মতো করে ভালো ভাবে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করেছে। তাদের কাজের তুলনা হয় না, অনেক সুন্দর এবং মজবুত করে আমাদের বাড়িটি নির্মাণ করে দিছে। তাও আবার অন্য সব কন্ট্রাক্টর থেকে স্বল্প মূল্য নিয়ে কাজ টি করেছে।
Worker ID: 78Fatema: ঘরের মানুষ বাড়িতে না থাকলে যে মিস্ত্রী খোজে পাওয় যে কি সমস্যা,যাদের ঘরের পুরুষ মানুষ দূরে থাকে শুধু তারাই বুঝে। তবে ঘরসেবার এই সাভিসটি আমাকে খুব সহজ করে দিয়েছে। আমার কাজটা খুব সহজেই করতে পেরেছি কোন ঝামেলা ছাড়াই । এত সুন্দর সিস্টেম করার জন্য অসংখ্য ধন্যবাদ ঘরসেবাকে।
Worker ID: 43